WB Districts

উচ্চমাধ্যমিকে বাংলা প্রশ্নে ছাপার ভুল, পড়ুয়ারা ভুল লিখলে কি নম্বর

উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্রে ভুল ধরা পড়ল। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছিল, তাতে তাঁকে ‘IAS পরীক্ষায় উত্তীর্ণ’ বলে ছাপা হয়েছিল। যা নেহাতই ছাপার ভুলের জন্য হয়েছে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেইসঙ্গে সংসদের তরফে জানানো হয়েছে, যে পরীক্ষার্থীরা প্রবন্ধে নেতাজিকে ‘IAS পরীক্ষায় উত্তীর্ণ’ বলে লিখবেন, তাঁদের বাড়তি নম্বর কাটা যাবে না। ওই প্রবন্ধ কেমন লিখেছেন পরীক্ষার্থীরা, তার ভিত্তিতেই নম্বর দেওয়া হবে। 

মঙ্গলবার উচ্চমাধ্যমিকে প্রথম ভাষার পরীক্ষা হয়েছে। ঝঞ্জাটহীন পরীক্ষায় বাংলার একটি প্রশ্নে যে ভুল ছিল, তা চোনা হয়ে দাঁড়ায়। ১০.৪ বিভাগের প্রশ্নে ‘প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে’ নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী নিয়ে প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছিল (মোট নম্বর ১০)। তাতে কিছু তথ্য দেওয়া ছিল। সেখানে ‘উচ্চশিক্ষা’ অংশে লেখা ছিল যে নেতাজি ‘IAS পরীক্ষায় উত্তীর্ণ’। কিন্তু আদতে ইন্ডিয়ান সিভিল সার্ভিস (আইসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন নেতাজি। (⦾ ICS থেকে নেতাজির ‘পদত্যাগের চিঠি’ এটা! ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়)

প্রাথমিকভাবে অনেকেরই এড়িয়ে গিয়েছিল। তবে পরবর্তীতে সেই ভুল নজরে পড়ে। বিষয়টি নিয়ে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ছাপার জন্য যখন প্রশ্নপত্র পাঠানো হয়েছিল, তখন আইসিএস লেখা ছিল। কিন্তু ছাপার সময় ভুলবশত সেটা আইএএস হয়ে যায়। যা একেবারেই ছোট একটি ভুল। যে পরীক্ষার্থীরা প্রবন্ধে নেতাজি ‘আইএএস’ উত্তীর্ণ বলে লিখবেন, তাঁদের নম্বর কাটা যাবে না। কোনও পরীক্ষার্থী কোনও প্রবন্ধ কেমন লিখেছেন, সেই দক্ষতার ভিত্তিতে যেমন নম্বর দেওয়া হয়, সেরকমভাবেই নম্বর দেওয়া হবে।

⦾ HS 2023 Bengali Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

⦾ HS 2023 Result Date: কবে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে? পরীক্ষা শুরুর আগেই জানাল সংসদ

এমনিতে উচ্চমাধ্যমিকের বাংলা পরীক্ষায় ১০-র দাগের প্রশ্নে একাধিক বিকল্প দেওয়া হয়েছিল। মোট চারটি প্রবন্ধ (মানস-মানচিত্র অবলম্বনে প্রবন্ধ, মানবজীবন নিয়ে প্রবন্ধ, বিজ্ঞাপন ছাড়া বর্তমান জীবন অচল বিতর্ক নিয়ে প্রবন্ধ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী নিয়ে প্রবন্ধ) ছিল। যে কোনও একটি প্রবন্ধ লিখতে বলা হয়েছিল পরীক্ষার্থীদের। যে ১০-র দাগের প্রশ্নের পূর্ণমান ছিল ১০।

(————– সমাপ্ত ————–)

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।