WB Districts

বধূকে ধর্ষণের চেষ্টা প্রতিবেশীর, অভিযোগের ১০ দিন পরেও অধরা অভিযুক্ত

ফের মমতার বাংলায় প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। এবার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। লোকলজ্জায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বধূ। অভিযোগ, ১৫ দিন আগে পুলিশে অভিযোগ জানালেও এখনো ধরা পড়েনি অভিযুক্ত।

ঘটনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের শালগ্রাম এলাকায়। বধূর স্বামী গোয়ায় শ্রমিকের কাজ করেন। অভিযোগ, গত ১ মার্চ রাতে প্রতিবেশী অতুল মণ্ডল বধূর বাড়িতে ঢোকেন। এর পর বধূকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। বধূর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত চম্পট দেয়। এর পর লজ্জায় – অপমানে কীটনাশক পান করেন বধূ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তিনি। এর পর বধূর বাবা অতুলের নামে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, তার পর থেকে অভিযুক্তকে ধরতে কোনও পদক্ষেপ করেনি পুলিশ।

এই অভিযোগে শনিবার দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার রাহুল দেকে অভিযোগপত্র জমা দেয় বধূর পরিবার। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। বধূর বাবা বলেন, ১০ দিন হয়ে গেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি, তবু অভিযুক্ত গ্রেফতার হয়নি। আমরা জানি সে কোথায় রয়েছে আর পুলিশ জানে না? আমরা পুলিশকে অভিযুক্তের অবস্থান জানিয়েছি, তার পরও তারা পদক্ষেপ করছে না।

 

এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।