গত জানুয়ারি মাসে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রশাসনিক সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ শুক্রবার আবার নিজের কেন্দ্রে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চড়িয়াল খানের উপর নতুন সেতু উদ্বোধন করবেন তিনি।
বজবজ বিধানসভায় অবস্থিত চড়িয়াল খালের উপর সেতুটি পূজালি ও বজবজ এই দুই পুরসভার মধ্যে সংযোগ রক্ষা করবে। শুক্রবার বিকালে অভিষেক সেটির উদ্বোধন করবেন। এর আগে সেতুটি ছোট ছিল। সংস্কার করে চাওড়া করা হয়েছে সেতুটিকে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, বজবজের বিধায়ক অশোক দেব, মহেশতালর বিধায়ক দুলাল দাস, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, ফলতার বিধায়ক শঙ্কর নস্কর ও বিষ্ণুপুরের বিধায়ক মোহন নস্করের। এ ছাড়া পুজালি ও বজবজ এই পুরসভার পুরপ্রধান উপস্থিত থাকবেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। (ডিএ-র দাবিতে ধর্মঘট ব্যর্থ করার ডাক দিয়ে স্কুলে স্কুলে চিঠি তৃণমূল শিক্ষক সমিতির)
জানুয়ারি মাসের ২৮ তারিখে নোদাখালিতে প্রশাসনিক সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর শুক্রবার আবার যাবেন নিজের কেন্দ্রে। চলতি মাসেই আরও একটি সভা করতে পারেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেকে এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কারণ অন্য জেলায় বেশ কয়েকটি সভায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। তাঁর নির্দেশের পর সরে যেতে হয়েছে পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতিকে। এবার সে রকম কোন পদক্ষেপ নেন কিনা সেদিকে তাকিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।