⦾ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তথা আন্তর্জাতিক অপরাধী আদালত বা আইসিসি! আদালতের চোখে রুশ প্রেসিডেন্ট শুধু যুদ্ধাপরাধীই নন, ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনে পাঠানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে! কিন্তু রাশিয়া এবার জানিয়ে দিল, ওই পরোয়ানাটার কোনও মূল্যই নেই তাদের কাছে, ওটা একটা ফালতু জিনিস, টয়লেট পেপারের মতো।
⦾ বাজানো হত সংস্কৃত মন্ত্র, মদ-মাংস-মাদক কঠোর ভাবে নিষিদ্ধ! মন্দির নয়, নাইটক্লাব; কোথায় জানেন?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা জারির সিদ্ধান্তকে আইনত অকার্যকর বলল ক্রেমলিন। কারণ হিসেবে বলা হয়েছে, মস্কো নেদারল্যান্ডসের হেগের এই আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেয় না! পরোয়ানা জারির প্রতিবাদে আরও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভদেভ। তিনি এই পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলেছেন।
⦾ Imran Khan: আদালতে যাওয়ার পথে ইমরানের কনভয়ে দুর্ঘটনা, চাঞ্চল্য ছাড়নোর পর কী লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (International Criminal Court) তথা আন্তর্জাতিক অপরাধী আদালত বা আইসিসি (ICC)! আদালতের চোখে রুশ প্রেসিডেন্ট শুধু যুদ্ধাপরাধীই নন, ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনে পাঠানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে! আন্তর্জাতিক রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়া এই আদালতকে স্বীকৃতি দেয় না। তাই ওই আদালতের সিদ্ধান্তের কোনও গুরুত্বও তাদের কাছে নেই। রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য নয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আইসিসির সিদ্ধান্তের কোনো অর্থ নেই রাশিয়ার কাছে। রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো কিছু মেনে চলতে বাধ্য নয়। তিনি বলেন, রাশিয়া আইসিসির কোনো সিদ্ধান্তই আইনত কার্যকর বলে মনে করে না। তবে রাশিয়ার বিরোধীরা এই পরোয়ানা জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
(————– সমাপ্ত ————–)
এই খবর ইউনিকাস প্রতিস্থাপন করেনি তাই এর কোনো কৃতিত্ব অথবা দ্বায়িত্ব ইউনিকাস এর নয়। দয়া করে এর উৎস টি খুঁটিয়ে দেখুন। এই পোস্ট টি আপত্তিকর হলে, তা অবিলম্বে মুছে ফেলতে আমাদের সত্বর যোগাযোগ করুন।